ড. ইউনূসসহ চারজনের নামে মামলা

ড. ইউনূসসহ চারজনের নামে মামলা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের নামে ফৌজদারি মামলা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

ঢাকার শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পর্ষদ পরিচালক নূর জাহান বেগম ও মো. শাহজাহান।