ডাকসুর সাবেক ভিপি নুরুসহ ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি বরিশালে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরুসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভিপি নুর সহ অন্য পজনের মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবি করা হয়।
মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুব অধিকার পরিষদের সহ-সমন্বয়ক রফিকুল ইসলাম, মহানগগর ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বয়াক লিমন হোসেন, ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র নেতা মাহমুদ তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ ছাত্র অধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সকল ধরনের হয়রানী বন্ধের দাবি জানান।