ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আজ

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আজ

দলীয় কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবেন ঢাকা মহানগর বিএনপির নেতারা।

দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। 

বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান অংশ নেবেন বলে জানান তিনি।