ডিএসইতে ঘণ্টায় ৫৬০ কোটি টাকার লেনদেন

ডিএসইতে ঘণ্টায় ৫৬০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ৩২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট।

ডিএসইতে আজ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৫৬০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৪টির, অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ন্যাশনাল পলিমার, বেক্সিমকো, প্রগতি ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ও লুব-রেফ।
সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৪টির, দর অপরিবর্তিত আছে ২০টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকার।