ডিজিটাল ডিভাইস রফতানির দেশ বাংলাদেশ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ মোবাইল রফতানি করে বিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ২০১৬ সালে ডিজিটাল ডিভাইসের খুচরা যন্ত্রাংশের উপর শুল্ক কমিয়ে ১ শতাংশ করায় আমদানিকারক দেশ থেকে স্মার্ট ফোন উৎপাদন ও রফতানিকারক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী শনিবার (১৬ এপ্রিল) সাভারে মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফনির কারখানা পরিদর্শন ও জেড৪২ মডেলের সিম্ফনি সেট উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, দেশি-বিদেশি ১৫টি ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৯০ শতাংশ মোবাইলের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সাল নাগাদ প্রযুক্তি শিল্প থেকে ৫ বিলিয়ন রফতানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি’র মতো সফল গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÍএডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ, পরিচালক চিত্রনায়ক রিয়াজ, সিম্ফনির শুভেচ্ছাদূত অভিনেত্রী শবনম বুবলী।