ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটসের শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

বরিশালে নার্সিং শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটসের আয়োজনে শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
রোববার সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরের তন্ময কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস-এর শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. অমিতাভ সরকার বলেন, নার্সিং হচ্ছে মহান পেশা। সাধারণ শিক্ষার সঙ্গে মেডিকেল ও নার্সিং শিক্ষাকে মেলালে হবে না। কেবল নার্স হওয়াই বড় কথা নয়। সেবার মনোবৃত্তি নিয়ে সত্যিকার মানুষও হতে হবে। দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে সার্বিক উন্নয়নে অংশিদার হতে হবে। সেবার মনোবৃত্তি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে নার্সরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং সেক্টরের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। দেশের নার্সের চাহিদা পূরণ করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ডিডাব্লিউএফ নার্সিং কলেজ সেই প্রচাষ্টা চালাচ্ছে। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
অনুষ্ঠানের শুরুতে বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারকে পদোন্নতিজনিত বদলীর কারণে বিদায় সংবর্ধনা দেয় ডিডাব্লিউএফ নার্সিং কলেজ।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, নার্সিং এর শিক্ষার্থীরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা শেষে সরাসরি মানুষের সেবার কাজে আত্মনিয়োগ করে। এই শিক্ষার্থীরাই আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত করতে সক্ষম হবে।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিরাবরণ, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জাহিরুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও ডিডাব্লিউএফ ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. এসএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, দৈনিক ভোরের আলোর সম্পাদক ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের উপদেষ্টা সাইফুর রহমান মিরণ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল কুদ্দুস মৃধা, জরিহর মেহেরুন নাসির্ং কলেজ পটুয়াখালীর চেয়ারম্যান মেহেরুন নেছা, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মল্লিকা সাহা, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (অ্যাডমিন) আবদুল্লাহ আলম মাওদুদ মিঠু, পরিচালক (অর্থ) নাজমুল হোসাইন লিটু, একাডেমিক কো-অর্ডিনেটর সুদীপ কুমার নাথসহ শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের শিরাবরণ পরিয়ে দেন অতিথিরা। পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ফাঁকে ফঁকে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।