ডিবিতে শিগগিরই আসছে নতুন জ্যাকেট

ডিবিতে শিগগিরই আসছে নতুন জ্যাকেট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) জ্যাকেট নকল করে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড করছে দুর্বৃত্তরা। ডাকাতি, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধে জড়াচ্ছে দুর্বৃত্তরা। তবে নিয়মিতই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছে তারা।

জানা গেছে, এ প্রতারণা ঠেকাতে ডিবি জ্যাকেট বদলে ফেলা হচ্ছে। 

ডিবির দায়িত্বশীল সূত্র বলছে, আগামী সপ্তাহ থেকে নতুন জ্যাকেটে অভিযানে নামবে ডিবি। নতুন জ্যাকেটে এই প্রথম গোপনীয় নম্বর, ডিবি এবং ডিএমপির সমন্বয়ে কুইক রেসপন্স কোড (কিউআর) এর ব্যবস্থা থাকছে। সন্দেহ হলে কেউ কিউআর কোড স্ক্যান করে উক্ত ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কিনা তা শনাক্ত করতে পারবেন। 

এ ছাড়া নতুন জ্যাকেটে ডিএমপি এবং ডিবির রঙিন লোগো দৃশ্যমান ভাবে ব্যবহার করা হচ্ছে। জ্যাকেটে রিফ্লেক্টিং টেপ থাকায় রাতের আলোয় দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে। 

জ্যাকেটে স্টেটমেন্ট পাথ পকেটসহ বিভিন্ন পকেটের সুবিধা থাকাবে। এতে অভিযানে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবকু, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবে।  

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে ডিবি যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে তা বেশ পুরানো। অধিককাল জ্যাকেটটি ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে অনেক নিরীহ মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হন, সে জন্যই সংযোজন করা হচ্ছে নতনু জ্যাকেট।