ডিসেম্বরের পর খেলা হবে; বরগুনায় ওবায়দুল কাদের

ডিসেম্বরের পর খেলা হবে; বরগুনায় ওবায়দুল কাদের

বিএনপির কাজই অন্যের সমালোচনা করা৷ পদ্মাসেতু কিনে তারা কি ধরনের বিদঘুটে মন্তব্য করেছে তা সবারই জানা। আজতো পদ্মাসেতু হয়েই গেল, এই পদ্মাসেতু পার হয়েই বিএনপির নেতারা বরিশাল গিয়েছিলেন৷ আপনাদের কি কোন লজ্জা নাই? ঘরের কোনে বসে সমালোচনা না করে মাঠে আসুন, খেলা হবে। ডিসেম্বরের পর খেলা হবে। বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল সাহেব কে তো আগের মত আওয়াজ দিতে দেখছিনা। এতদিন তিনি টাকার বস্তার উপরে বসে ছিলেন, এখন আর লন্ডনে এখন আর টাকা পাঠাতে পারছেন না, তাই আর সুরও বাজছে না। দক্ষিণ অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে এখন আর কষ্ট পোহাতে হয় না। আর কিছুদিন পরেই ফরিদপুর থেকে কুয়াকাটার রেল লাইনের কাজ এসে পড়বে এই দক্ষিণ অঞ্চলে। শেখ হাসিনার হাতটে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রসঙ্গত দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বরগুনা সার্কিট হাউজ ইদগাহ মাঠে বেলা ১১ টায় এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, গোলাম রব্বানী চিনু প্রমুখ।