ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম আমরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম আমরা

'ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি' বলে দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১০৫০ জন মশক কর্মী ও কাউন্সিল-কর্মকর্কতাদের নিরসল কাজের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

বুধবার সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন মেয়র তাপস।

ডেঙ্গু ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই উল্লেখ করে মেয়র বলেন, ডেঙ্গু রোগীদের ঘরে ঘরে গিয়েছি। আবাসিক স্থাপনা-ভবনগুলো পরিদর্শন করেছি। যেখানে লার্ভা পেয়েছি কীটনাশক দিয়েছি।

মেয়র আরও বলেন, ২০১৯ সালকে আমরা আমাদের সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচিত করি। সেসময় এক লাখ ৫৫ হাজার বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এখন আমাদের পরিশ্রমে ১৫ হাজারের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাখতে পেরেছি।

২০১৯ সালের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি বলেও উল্লেখ করেন মেয়র।