কোন ধরণের গুজবে কান না দিয়ে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় লন্ডন থেকে টেলিফোনে প্রধানমন্ত্রী কথা বলেন। ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সবাইকে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
চলমান ডেঙ্গু সংকটে করণীয় ঠিক করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সভা ডাকে আওয়ামী লীগ। ঢাকার দুই সিটি মেয়র, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লন্ডন থেকে টেলিফোনে এ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবিলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, 'আশেপাশের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আহবান জানাচ্ছি। তার সাথে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের আহবান করবো সবাই মিলে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করে যাবেন।'
দেশবাসীকে গুজব সৃষ্টিকারীদের পুলিশে দেয়ার করার আহ্বান জানান সরকারপ্রধান।তিনি বলেন, 'গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। যদি কোন মানুষকে অপরাধী মনে হয় তাকে পুলিশে সোপর্দ করেন। আইন তাদের ব্যবস্থা নিবেন।'
আদালতের নির্দেশে দেশীয় কোম্পানিগুলোর দুগ্ধজাত পণ্য উৎপাদন বন্ধ রাখার বিষয়েও মন্তব্য করেন শেখ হাসিনা। বন্যাসহ যে কোন দুর্যোগ মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা