ডেঙ্গু মোকাবেলায় অভিযান চালাবে আওয়ামী লীগ

ডেঙ্গু মোকাবেলায় অভিযান চালাবে আওয়ামী লীগ
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির করতে আওয়ামী লীগ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে সারাদেশে নামছে দলটি। সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। দলটির উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কর্মসূচির আওতায় আওয়ামী লীগের নেতৃত্বে সব জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর গণমাধ্যমে এলেও সরকারি হিসাবে এখনও মৃতের সংখ্যা আটজন