ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ডিএসসিসির ৩টি ওয়ার্ড

ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ডিএসসিসির ৩টি ওয়ার্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির তিনটি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিএসসিসির ওই তিনটি ওয়ার্ড হল ৩৮, ৪০ ও ৪৫। তবে উত্তর সিটির কোনো ওয়ার্ড উচ্চ ঝুঁকিতে নেই।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্তৃক আয়োজিত জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘প্রাক মৌসুম এডিস সার্ভে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ‘দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনই প্রতিরোধ করতে না পারলে স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। এমনকি পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদসহ আরও অনেকে।