ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পুকুরে ১৪২৫টি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এসময় শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের, মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ড. মো. হাবিবুল্লাহ-আল-মামুন, মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) মোহা. আতিয়ার রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এই মাছের পোনা সরবরাহ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করে।