ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় শুচি

শামরী রহমান শুচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৭৮ তম স্থান নিয়ে উত্তীর্ন হয়েছেন। শামরী সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরনের কন্যা।
গতকাল মঙ্গলবার বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কণ্যার সাফল্যের আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে শুচিকে অভিনন্দন জানান এবং সকলের কাছে আর্শিবাদ কামনা করে পিতা সাইফুর রহমান মিরন।
সাইফুর রহমান মিরন বলেন, ‘শুচি ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী। সব সময় তার ভালো কিছু করার ইচ্ছে ছিল। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ১৭৮ তম স্থান অর্জন করে। মেয়ের সফলতায় বাবা হিসেবে আমি আনন্দিত।
এদিকে শুচির সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন, মতবাদ পরিবার এবং ভোরের আলো পরিবার বর্গ।
শামরী রহমান শুচি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর উচ্চ মাধ্যমিকে মাত্র ৪১জন শিক্ষার্থী ট্যালেণ্টপুলে বৃত্তির এই সম্মান অর্জন করেছে। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ২১ জন, মানবিক বিভাগে ১০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সামরী রহমান শুচি মানবিক বিভাগের পাওয়া ১০ জনের একজন।
শুচি নগরের অমৃত লাল দে মহা বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওই বৃত্তি পেয়েছে। এর আগে শুচি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও সম্মানজনক ফল অর্জন করেছিল। মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামরী রহমান শুচি উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে অধ্যয়ন করে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ করা বৃত্তির ফলালে জানা যায়, বরিশাল বোর্ড থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬১১ জন শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ট্যালেন্টপুলে বৃত্তি পচ্ছেন ৪১ জন শিক্ষার্থী। এ ছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে ৫৭০ জন শিক্ষার্থী। সাধারণ বৃত্তির মধ্যে যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৮৫ জন, মানবিক বিভাগে ১৪২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪৩ শিক্ষার্থী।