ঢাকা লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল

ঢাকা লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল

মঞ্চটা আগের ম্যাচেই প্রস্তুত ছিল। কিন্তু প্রাইম ব্যাংকের কাছে হেরে অপেক্ষা বাড়ায় শেখ জামাল। তবে আজ (মঙ্গলবার) আর ভুল করেনি। আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জিতেছে শেখ জামাল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই ম্যাচের আগে শেখ জামালের কোচের হুঙ্কার ছিল, আজই শিরোপা নিশ্চিত করতে চায় তারা। যেই কথা সেই কাজ! ঐতিহ্যবাহী ক্লাব, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ করেছে ধানমন্ডির ক্লাবটি। তানজীম হাসান সাকিবের করা ৪৭তম ওভারের শেষ বলে লং অফে নুরুল হাসান সোহান দারুণ শটে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে। তাতেই ঢাকা লিগের প্রথম শিরোপা নিশ্চিত হয়ে যায় শেখ জামালের।

ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করতে ম্যাচের শুরু থেকেই শেখ জামাল ক্লাবের ক্রিকেট ভক্তরা স্টেডিয়ামে হাজির হন। গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরের দিকে প্রায় হাজারখানেক ভক্ত পতাকা হাতে, জার্সি গায়ে ছড়িয়ে-ছিটিয়ে খেলা দেখেছেন। ম্যাচে শেষে গ্যালারিতে যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো। ঢোলের তালে তাল মিলিয়ে কিছুক্ষণের জন্য উৎসবে মাতলো গ্যালারির একাংশ। এমন আনন্দ করাটাও স্বাভাবিক, ঢাকা লিগে প্রথম শিরোপা জয় বলে কথা!

শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে শেখ জামালকে ২৩০ রানের লক্ষ্য দেয় আবাহনী। সহজ এই লক্ষ্য কঠিন বানিয়ে ফেলেছিল শেখ জামালের টপ অর্ডার। সৈকত আলী (১৭), সাইফ হাসান (১৫), ইমরুল কায়েস (১৫) ও মুশফিকুর রহিমের (১৬) ব্যর্থতার পর সোহানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩ ওভার হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের নিশানা উড়িয়েছে শেখ জামাল। তাকে যোগ্য সঙ্গ দেন পারভেজ রসুল (৩৩) ও জিয়াউর রহমান (৩৯*)। আগের ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ হলেও এই ম্যাচে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন সোহান। ৮১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮১ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার।

আবাহনীর সাইফউদ্দিন সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন। এছাড়া তানভীর, মোসাদ্দেক, শান্ত ও তানজিম সাকিব একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আবাহনী। ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর ৫০ রানের জুটি করেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। এই জুটির পর আবারও ধস নামে। তবু সপ্তম উইকেটে ৭৫ রানের জুটির ওপর দাঁড়িয়ে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান করতে পারে। জাকির আলী অনিক ৭০ বলে ৪৭ ও সাইফউদ্দিন ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

শেখ জামালের জিয়াউর রহমান ২টি এবং পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।