ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ আজ

ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।

এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন করেছিলেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৫ জন।

আর ক ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতি আসনের জন্য ক ইউনিটে পরীক্ষা দিয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।