ঢাবিতে আবারও কাপড়ে মোড়ানো নবজাতক

ঢাবিতে আবারও কাপড়ে মোড়ানো নবজাতক

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হতে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি কন্যা শিশু। তার বয়স আনুমানিক এক দিন। 

বুধবার বিকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আজ বিকাল ৪টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নবজাতকের দরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আল মোমেন বলেছেন, আজ বিকালে শহিদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ ফেলে গেছে। ময়নাতদন্ত শেষে আগামীকাল বিস্তারিত জানানো হবে। 

গত ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে  নবজাতকের মরদেহ উদ্ধার করেছিল শাহবাগ থানা পুলিশ। প্রায় সময়ই ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হচ্ছে।