তজুমদ্দিনে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে সেপটিক ট্যাংকে নেমে তিনি শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের স্যাটারিংয়ের কাঠ খুলতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ওই ভবনটির সেপটিক ট্যাংকের স্যাটারিং খুলতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় রাকিব ও শামিম নামের দুই শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আলাউদ্দিন নামের অপর শ্রমিক তাদের উদ্ধার করতে গিয়ে আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।