তজুমদ্দিনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

তজুমদ্দিনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


ভোলার তজুমদ্দিনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি উৎসব ও কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তজুমদ্দিনের আয়োজনে সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে কৃষি প্রযু্িক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরণ প্রমুখ।