তাইওয়ানের স্বাধীনতা রুখতে লড়বে চীন

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা রুখতে বেইজিং শেষ পর্যন্ত লড়াই করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। রবিবার (১২ জুন) সিঙ্গাপুরে শাংরি লা সংলাপ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা যেকোনও মূল্যে লড়াই করবো এবং আমরা শেষ পর্যন্ত লড়বো। চীনের জন্য এটিই একমাত্র পছন্দ’।
তাইওয়ান ইস্যুতে চীনা প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা চীনকে বিভক্ত করার প্রয়াসে তাইওয়ানের স্বাধীনতার পেছনে ছুটছে, নিশ্চিতভাবে বলা যায় তাদের ভালো কোনও পরিণতি হবে না। চীনা সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় সংকল্প। তাদের সক্ষমতাকে কেউই কখনও অবমূল্যায়ন করবেন না’।
এর আগে তাইওয়ানের কাছের এলাকাসহ এশিয়া অঞ্চলে চীন ক্রমবর্ধমানভাবে আগ্রাসী হয়ে উঠছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
গত কয়েক মাসে রেকর্ড সংখ্যক চীনের সামরিক বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তাইপের। অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বৃদ্ধির পেছনে শি জিন পিং সরকারকেই দায়ী করে আসছে তাইওয়ান। এদিকে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে বেইজিং। তবে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, চীন যদি তাইওয়ানে হামলা করে, দেশটিকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে থাকে চীন। তবে দশকের পর দশক ধরে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।