তানোরে জমিতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

তানোরে জমিতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

রাজশাহীর তানোরের একটি আলু ক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে বিমানটি আছড়ে পড়ে। তবে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী নিরাপদে নামতে পেরেছে বলে জানা গেছে। কেউ হতাহত হননি।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

ক্যাপ্টেন মাহফুজুর রহমান বলেন, আমরা সুস্থ আছি, ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে সেসব বিষয়ে পরে বলা হবে।