তাপপ্রবাহে যুক্তরাজ্যে জরুরি অবস্থা

তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো চরম তাপপ্রবাহজনিত লাল সতর্কতা জারির পর এ ঘোষণা আসে।
শনিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের বরাতে বিবিসি জানায়, লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কসহ বিভিন্ন এলাকায় আগামী সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবারের (১৯ জুলাই) জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। এর অর্থ হলো, এ সব এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং তা জীবনের জন্য ঝুঁকি হতে পারে।
তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির রেললাইনগুলোয় ট্রেন চলাচলের গতি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কিছু স্কুলে দেওয়া হয়েছে আগাম ছুটি।
আবহাওয়া বিভাগের পাশাপাশি যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যজনিত সর্বোচ্চ চার মাত্রার সতর্কতা জারি করেছে। কারণ এ ধরনের তাপপ্রবাহের মধ্যে মানুষ শারীরিকভাবে অসুস্থ ও মৃত্যু হতে পারে। এর জন্য স্থানীয় লোকজনকে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে।
যুক্তরাজ্যে আংশিকভাবে লাল তাপপ্রবাহ সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম। অবশ্য দেশটিতে তীব্র তাপপ্রবাহজনিত সতর্কতা ব্যবস্থা চালু করা হয় ২০২১ সালে।
ডাউনিং স্ট্রিট বলছে, এ সতর্কতাকে জাতীয়ভাবে জরুরি অবস্থা বলে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে শুক্রবার (১৫ জুলাই) বৈঠক করেছেন। সপ্তাহের শেষের দিকে আবারও তারা বৈঠকে বসবেন।
যুক্তরাজ্যে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮.৭ সেন্টিগ্রেড। বিবিসির আবহাওয়া উপস্থাপক ম্যাট টেলর বলেছেন, এখন যুক্তরাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর একটি বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।