তারুণ্যের আলো পাঠক সংগঠনের বৈঠক

তারুণ্যের আলো পাঠক সংগঠনের বৈঠক
দৈনিক ভোরের আলো পত্রিকার পাঠক সংগঠন তারুণ্যের আলোর সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্বসহ গণ্যমান্য অতিথিদের নিয়ে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারের পরে পাঠক সংগঠনের সদস্যদের নিয়ে ঈদে ইতিবাচক কাজ করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে সদর রোডের হাবিব ভবনে দৈনিক ভোরের আলো কার্যালয়ে ওই ইফতার ও বৈঠক অনুষ্ঠিত হয়। ইফতার আয়োজনের পর ভোরের আলোর পাঠক সংগঠন তারুণ্যের আলোর সদস্যরা নতুন কর্মসূচি নিয়ে বৈঠক করেন। ঈদ উপলক্ষে দুস্তদের পোশাক দেওয়া কর্মসূচি ছাড়াও একটি কর্মশালা করার পরিকল্পনা নেওয়া হয়। তারুণ্যের আলোর সদস্য সচিব শাকিল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা তন্ময় কুমার নাথ, শারমিন আক্তার, মাকসুদা বেগম, শোভন কর্মকার কৃষ্ণ, সুদীপ কুমার নাথ, উম্মে হাবিবা ঊর্মি, সুব্রত দাস, মিজানুর রহমান, আছিবুর রহমান রানা, অভিজিৎ দে, সাদিয়া আফরিন, সুকান্ত অপি, সামিয়া তিষা, সামিয়া নিশা, বাঁধন সিকদার, বিশ্বেশ্বর ভূষণ দে অন্তু, কুমার কাকন উজ্জল, সুমি আক্তার, নাজিউর রহমান, শামরী রহমান শুচি, মুনিয়া রহমা রচি, মিরাজুর রহমান, সুপ্ত কর্মকার, রিয়াদ মাহমুদ, নাজিম হোসেনসহ অন্য সদস্যরা।