তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  ২০ নভেম্বর সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা (উত্তর) বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ এইচ এম তছলিম উদ্দিন সহ অন্যান্যরা।

আলোচনা সভার শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

বিকেলে এ উপলক্ষে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি।