তালতলীতে অগ্নিকান্ডে ৮ ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

তালতলীতে অগ্নিকান্ডে ৮ ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট উপ-মৎস্য বন্দর ভয়াবহ অগ্নিকাডে ৮টি ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৪ জুলাই) গভীর রাত ৩টার দিকে ফকিরহাট বাজারে কবির ফরাজির ভাড়াটিয়া জব্বার হাওলাদারের সিলভার ও ভাঙুারীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মূহূর্তেই পার্শ্ববর্তি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তালতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, অগ্নিকান্ডে সর্বস্বান্ত হয়ে গেছি। আমার ফার্মেসির সব ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।

অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব বলেন, আমার সবকিছু পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার লাখ লাখ টাকার কিস্তি আমি এখন কিভাবে দিমু, কেমনে আমার সংসার চালামু।

স্থানীয় ইউপি সদস্য টুকু সিকদার বলেন, ফায়ার সার্ভিস আসতে আসতে আশপাশের ফার্মেসি, হাড়ি পাতিলের দোকান, চায়ের দোকানসহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসে দায়িত্বরত কর্মকর্তা আহসান হাবিব মুঠোফোনে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

তালতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার ও ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুচ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সাহায্য সহযোগিতার আশ্বাস দেয়।