তালতলীর ৬ ইউপি নির্বাচন:আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তালতলী উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হলেও তা জানানো হয়েছে বুধবার সন্ধ্যায়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন, ছোটবগী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ দুলাল ফরাজী ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঃ তৌফিকুজ্জামান তনু মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামী লীগ ওই চার নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপহ্নি কার্যকলাপের কারনে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনে যে সকল নেতা- কর্মী বহিস্কৃত ওই চার বিদ্রোহী প্রার্থীর পক্ষে বা নৌকার বিরুদ্ধে কাজ করছেন তাঁদের বিরুদ্ধেও অচিরেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।