তুমি নজরুল

তুমি নজরুল


আসমা চৌধুরী

আজ সারারাত বৃষ্টি ঝরুক, মনে থাক শুধু গান
তুমি নজরুল, আলোর দেবতা, স্রষ্টার মহা দান।

তুমি নজরুল, মনের খবরে বিরহে দিয়েছো ভাষা
প্রেমহীন দেশে মানুষ সত্য, দেখালে পথের দিশা।

তুমি নজরুল, ঘরহীন ঘরে সবচেয়ে প্রিয়জন
মানবধর্ম, মানবজাতির আদরের প্রিয় ধন।

তুমিই নজরুল, মুটে-মজুরের হাতধরা সেই দ্রোহী
মানুষ জানলো চরম সত্য মাথা উঁচু সেই জয়ী।