থেমে গেছে বরিশাল মহানগর বিএনপি পুনর্গঠন প্রক্রিয়া

বরিশাল মহানগর বিএনপি পুনর্গঠন প্রক্রিয়া থমকে গেছে। ১৪টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিতর্কের পর বাকী ১৬টি ওয়ার্ড কমিটি গঠনের কাজ বন্ধ রয়েছে।
এসব ওয়ার্ডের কার্যক্রম চলছে ঢিমেতালে ব্যানার ছাড়া। তৃনমূল নেতারা বলছেন, সামনের সারির বিএনপি নেতাদের বাদ দিয়ে সহযোগী সংগঠনের নেতাদের প্রাধান্য দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতাদের আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন কিংবা নির্বাচনী বৈতরনী পাড় করার সক্ষমতা নেই। ওয়ার্ড কমিটি গঠনে কিছু ভুল ত্রুটি হতে পারে স্বীকার করে শিঘ্রই বাকী ওয়ার্ড কমিটিগুলো ঘোষনার কথা বলেছেন শীর্ষ নেতারা।
২০২১ সালের ৩ নভেম্বর মহানগর বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত করে মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্য সচিব করে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্র। ২০২২ সালের ২২ জানুয়ারী ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। আহ্বায়ক কমিটিতে পরীক্ষিত অনেক নেতাকে বাদ দিয়ে নিস্ক্রিয়দের স্থান দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ রয়েছে মহানগর বিএনপি’র সাবেক নেতাদের।
বিতর্কের পর ৩০টি ওয়ার্ড কমিটি গঠনে মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্যকে প্রধান করে ৭টি সাংগঠনিক টিম গঠন করা হয়। কেন্দ্রের নির্দেশ ছিলো যুগ্ম আহ্বায়কদের সাথে আলোচনা করে ওয়ার্ড কমিটি গঠন করবেন দায়িত্বপ্রাপ্তরা।
গত ৩০ সেপ্টেম্বর এবং পহেলা অক্টোবর দুই দফায় ঘোষিত ১৪টি ওয়ার্ড (৭, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ২২, ২৩, ২৪, ২৫, ২৭ ও ৩০) কমিটি গঠনে সাংগঠনিক টিমের মতামত গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে।
মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও টিম লিডার হাবিবুর রহমান টিপু জানান, ৪টি ওয়ার্ডের সম্ভাব্য কমিটি নেতাদের কাছে দেয়া হয়েছে। ২টি কমিটি ঘোষনা হয়েছে। বাকী দুটি ঘোষনার অপেক্ষায়। ঘোষিত দুটি কমিটিতে কিছুটা আপত্তি থাকলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।
আরেক টিম লিডার ও যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম আমিন বলেন, তার ৩টি ওয়ার্ডের মধ্যে ১টি ওয়ার্ডের কমিটি ঘোষিত হয়েছে। বাকী ২টি কমিটি কেন ঘোষনা হচ্ছে না তা আহ্বায়ক ও সদস্য সচিব ভালো বলতে পারবেন।
মহানগর বিএনপি’র সাবেক সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব শাহিন তালুকদার কোন দিন বিএনপি করেনি। একই ওয়ার্ডের আহ্বায়ক টিপু নেগাবান গত ১৫ বছর ধরে দলে নিস্ক্রিয়। ১১ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব বিএনপি’র নয়। ৭ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব করা হয়েছে যুবদল নেতা আমির খসরুকে। এই ওয়ার্ড বিএনপি’র ১ নম্বর সদস্য মাসুম খলিফা সিটি মার্কেট সংক্রান্ত আওয়ামীপুস্ট কমিটিরও সদস্য।
১০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব দুলাল ২০ বছর আগে বিএনপি’র সাথে সম্পৃক্ত ছিলো। ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠনেও পরীক্ষিতদের পাশ কাটিয়ে মনগড়া কমিটি করার অভিযোগ তার।
২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সহসভাপতি জাকির হোসেন মিন্টু বলেন, ২৪ নম্বর ওয়ার্ডে যাদের দায়িত্ব দেয়া হয়েছে তারা আন্দোলন কিংবা নির্বাচনী বৈতরনী পাড় করার যোগ্যতা রাখেন না। এ নিয়ে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছে।
বিতর্ক ওঠার পর গত ৫ নভেম্বরের বিভাগীয় সমাবেশের আগে কেন্দ্রের এক নির্দেশে অন্য ১৬টি ওয়ার্ড কমিটি পুনগর্ঠন প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে। এরপর গত ২ মাসেরও বেশী সময় ধরে ওয়ার্ড কমিটি পুনগর্ঠন বন্ধ রয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপি’র সদস্য মীর জাহিদুল কবির বলেন, ওয়ার্ড কমিটি গঠনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। বর্তমান কমিটি কাজে বিশ্বাসী। শিঘ্রই আলোচনা সাপেক্ষ মহানগরীর বাকী ১৬টি ওয়ার্ড কমিটি ঘোষনা করার কথা বলেন তিনি।