দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে গোলশূন্য ড্র

ফিফা বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে রুখে দিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। কোনও দলই বল জালে জড়াতে পারেনি।
ম্যাচে সমান তালে লড়াই করে দারুণ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ১০টি আক্রমণ সংগঠিত করেছে এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ, দারউইন নুনেজ, ফেদে ভালভার্দেরা।
তবে ১০টি আক্রমণ করেও মাত্র ১ বার গোলমুখে শট রাখতে পেরেছে দলটি। সেটিও সফলতার সঙ্গে ঠেকিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং। অবশ্য ভাগ্য খারাপও বলা যায় উরুগুইয়ানদের। ম্যাচে তাদের দুটি সুযোগ ফিরে যায় গোলপোস্টে লেগে।
অন্যদিকে ম্যাচে ৪৪ শতাংশ বল দখলে রাখা কোরিয়া ম্যাচে ৭টি আক্রমণ সংগঠিত করে। তবে ৭টি আক্রমণ করেও একটি শটও উরুগুয়ের জাল বরাবর করতে পারেনি কোরিয়ার ফুটবলাররা।
বিশ্বমঞ্চে সাফল্যের বিচারেও এগিয়ে থাকবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দক্ষিণ কোরিয়া শেষ দুই আসরে পার হতে পারেনি গ্রুপ পর্ব। দক্ষিণ কোরিয়ার সেরা ফুটবলার সং হিউ মিন সব আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম থেকেই দলে ছিলেন।