দশমিনায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টায় উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে স্বামী পরিত্যক্তার একটি বসত ঘর সম্পূর্ন পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী স্বামী পরিত্যক্তা রিজিয়ার সন্তারা ঢাকায় থাকতেন। রিজিয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষিপুর গ্রামে একটি টিনসেট ঘর নির্মাণ করেন। ওই ঘরে তিনি একাই থাকতেন। রিজিয়ার ছেলে ফয়সালের স্ত্রীর ডেলিভারী সংক্রান্ত কারণে গত বৃহস্পতিবার তিনি ঢাকায় ছেলের কাছে যান। এরমধ্যে রিজিয়ার ফাকা ঘরে সোমবার আগুন লাগলে স্থানীয়রাসহ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় আব্বাচ মৃধা ও কামাল প্যাদা জানান, আগুনে পুড়ে রিজিয়ার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওনার মাথা গোজার ঠাইটুকু শেষ হয়ে গেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দশমিনা ষ্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ জানান, দমকল কর্মীরা খবর পেয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা।