দশমিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালিত

দশমিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালিত

৬০ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্ম দিন পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নলখোলা দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া উপজেলা আওয়ামীলীগের  পক্ষে বক্তব্য দেন। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে দলীয় কার্যলয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চলানায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটন ও জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. সিকদার গোলাম মোস্তফা দোয়া মিলাদ পরিচালনা করেন।