দশমিনায় প্রধানমন্ত্রীর সহায়তা

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসচ্ছল, দুস্থ ও দরিদ্র পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর আহম্মেদ, উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, থানা ওসি জসীম ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মেদ ইব্রাহিম অরবিল প্রমূখ। মানবিক সহায়তা প্যাকেটের ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি তেল ও ১কেজি লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
মানবিক সহায়তার উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ মিয়া বলেন, করোনা কালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাচ্ছেন এবং এ দুূর্যোগ মোকাবেলায় সাধ্যসত চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে সকলকে করোনা পরিস্থিতি মোকাবেলায় একসাথে কাজ করতে হবে