দশমিনায় ভিজিডি’র চাল বিতরণ

দশমিনায় ভিজিডি’র চাল বিতরণ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ভিজিডি কার্ডধারী ৫৫০ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

শনিবার ইউনিয়ন পরিষদ, বাঁশবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও গোডাউনে এ চাল বিতরণ  উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্পাসারন কর্মকর্তা মো. নাঈদ হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, ইউপি সচিব রিপন চন্দ্র ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক দফতর সূত্রে জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের অধীনে ২০২১-২০২২অর্থবছরে বাঁশবাড়িয়া ইউনিয়নে ৫৫০টি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ৩০কেজি হারে (জানুয়ারী-এপ্রিল) চাল বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারী একেকটি পরিবার টানা দুই বছর প্রতিমাসে ৩০হারে চাল পাবেন।