দশমিনায় ভিজিডি’র চাল বিতরণ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ভিজিডি কার্ডধারী ৫৫০ পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
শনিবার ইউনিয়ন পরিষদ, বাঁশবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও গোডাউনে এ চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্পাসারন কর্মকর্তা মো. নাঈদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, ইউপি সচিব রিপন চন্দ্র ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক দফতর সূত্রে জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের অধীনে ২০২১-২০২২অর্থবছরে বাঁশবাড়িয়া ইউনিয়নে ৫৫০টি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ৩০কেজি হারে (জানুয়ারী-এপ্রিল) চাল বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারী একেকটি পরিবার টানা দুই বছর প্রতিমাসে ৩০হারে চাল পাবেন।