দাবিতে বরিশালে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

দাবিতে বরিশালে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

ব্যাটারী চালিত রিক্সার লাইন্সেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবশে করেছে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবশে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি খালেকুজ্জামান লিপন, উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারসহ অন্যরা। 

কয়েকশ’ শ্রমিকের উপস্থিতিতে সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সার লাইন্সেন্স প্রদান সহ ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অবিলম্বে এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এর আগে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে শ্রকিকদের খন্ড খন্ড মিছিল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে জড়ো হয়।