বরিশালে ২৪ ঘন্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। একদিনের ব্যবধানে গতকাল রোববার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি সংখ্যা দাঁড়ায় ২৫জন।
আক্রান্ত রোগীদের বেশিরভাগ ঢাকায় থাকা অবস্থায় আক্রান্ত হয়েছে। পরে বরিশালের হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার দুপুরে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন আক্রান্ত রোগীর মধ্যে ২০জন পুরুষ এবং ৫জন ছিলো নারী। এদের বেশীরভাগই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন। ডেঙ্গু আক্রান্তদের জ্বর, মাথা ও শরীর ব্যাথা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপতারের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বরিশালে স্থানীয়ভাবে কোন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়নি। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা ঢাকায় থাকাকালীন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে তেমন কেউ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে না।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, বাড়ির ছাদ, টবসহ কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা এবং প্রাথমিক উপসর্গ দেখামাত্র চিকিৎসকের স্মরনাপন্ন হওয়ায় পরামর্শ দিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।