দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন

দুর্ঘটনার কবলে ভারতের  প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন


ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ।
   
বছরের শেষ লগ্নে বরাত জোরে বেঁচে গেলেন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । যদিও আজহার কোনও রকম চোট পাননি বলেই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব।

মহম্মদ আজহারউদ্দিন  বুধবার রাজস্থানের সুরওয়ালের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছেন তাঁর পার্সোনাল অ্যাসিস্যান্ট। ভাগ্য ভালো! তাই কোনও রকম চোট পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।  তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।  

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন।