দেশে করোনায় ২২ মৃত্যু, শনাক্ত ৮৪৯

দেশে  করোনায় ২২ মৃত্যু, শনাক্ত ৮৪৯

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮০৩ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে।

গত এক দিনে আরও ৯১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।