দেশে একদিনে ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮১৮ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৩১ জনের মৃত্যু এবং এক হাজার ২৩৩ জন রোগী শনাক্ত হয়।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।