দেশে ওমিক্রন আক্রান্ত দুই রোগী শনাক্ত

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত হয় বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টাইনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে।’
জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সেটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
গত ১ ডিসেম্বর ক্রিকেট দল দেশে ফেরে। কিন্তু গত ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গত ৯ নভেম্বর এক ব্যক্তির নমুনা থেকে প্রথম ল্যাব কর্তৃক নিশ্চিত ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় যা ২৪ নভেম্বর ঘোষণা দেওয়া হয়।
অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।