দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২৫, শনাক্ত ১৭৩৬

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২৫, শনাক্ত ১৭৩৬

দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৩৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৬৬ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ২৫২ জন। এর মধ্যে ১ হাজার ৯৬১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।
করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।