দেশে ১দিনে প্রায় ১৮শ রোগী শনাক্ত

দেশে ১দিনে প্রায় ১৮শ রোগী শনাক্ত


মহামারির কারণে বাংলাদেশে ঈদ উপলক্ষে গ্রামে ফেরার উপর সরকারের নিষেধাজ্ঞা সত্বেও গত কয়েকদিনে বহু মানুষ ঢাকা ত্যাগ করেছে। আশঙ্কা আছে এর কারণে মহামারি আরো বিস্তৃতি লাভ করতে পারে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৭৩ জন। এনিয়ে মোট আক্রান্ত হলো ২৮৫১১ জন।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২২ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০৮ জন হলো।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দিনের মতো দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়।

এ পর্যন্ত সব মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

কোন বিভাগে কত জন মারা গেলেন:

ঢাকায় ১০ জন,চট্টগ্রামে ৮ জন,সিলেটে ৩ জন,ময়মনসিংহে ১ জন

যারা মারা গেছেন তাদের বয়স কত?১১ থেকে ২০ বছর বয়সী - ২ জন,৩১ থেকে ৪০ বছর বয়সী - ১ জন,৪১ থেকে ৫০ বছর বয়সী - ২ জন,৫১ থৈকে ৬০ বছর বয়সী - ১০ জন,৭১ থেকে ৮০ বছর বয়সী - ২ জন,৮১ থেকে ৯০ বছর বয়সী - ২ জন,৬১ থেকে ৭০ বছর বয়সী - ৩ জন যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ, তিন জন নারী।

এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন। বাড়িতে বসে মৃত্যু হয়েছে ৫ জনের। আর আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ৩৯৫ জন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি।