দৌলতখানে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত

দৌলতখানে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত


ভোলার দৌলতখানে নতুন করে ৫৮ বছরের ঊর্ধ্বে আরও একজন করোনাভাইরাসে আক্রান্তহয়েছেন।আক্রান্ত ব্যক্তি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ ওয়ার্ডের গ্রামের বাসিন্দা। এ নিয়ে এ উপজেলায় চারজনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হল। বুধবার (২৭ মে) রাতে আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৮মে) দুপুরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান,শনিবার (২৩ মে) জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভব করলে ভোলা সদর হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইন্সটিটিউট(আইইডিসিআর) এ পাঠানোহয়। পরে বুধবার (২৭মে) তার করোনা পজেটিভআসে।  
 
তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিকে হোমআইসোলেশন করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করাহয়েছে। এ নিয়ে দৌলত খান উপজেলায় মোট চার জন করোনায় আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।