দ্বিতীয় দফার সংলাপে ২০ বিশিষ্ট নাগরিক সাড়া দেননি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যপদ্ধতি ঠিক করতে কাজী হাবিবুল আউয়াল কমিশনের ডাকা দ্বিতীয় দফার সংলাপে ২০ বিশিষ্ট নাগরিক সাড়া দেননি। দ্বিতীয় দফার এই সংলাপে ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ করা হলেও পরে একজনকে এই তালিকা থেকে বাদ দেয়া হয়। এরপর তালিকার ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে এ সংলাপে অংশ নেন ১৯ জন। সংলাপে অংশ নেননি ২০ জন বিশিষ্ট নাগরিক।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টা ১৫ মিনিটে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আহসান হাবিব খান সেখানে উপস্থিত ছিলেন।
ওমরাহ পালন করতে যাওয়ায় উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। এ ছাড়া ইসি সচিবসহ কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে আমন্ত্রিতদের মধ্যে যোগ দেননি যারা-
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে. চৌধূরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা আজিজুল ইসলাম, বেগম রোকেয়া এ রহমান, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, ঢাকা স্কুল অফ ইকোনমিকসের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন ও সিপিডির অনারারি ফেলো অধ্যাপক রওনক জাহান।
এর আগে গত ১৩ মার্চ সংলাপে নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষাবিদই উপস্থিত হননি। এর মধ্য দিয়ে নবগঠিত কমিশন সংলাপের প্রথম প্রক্রিয়াতেই অনেকটা হোঁচট খায়। প্রথম সংলাপে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ৩০ শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়েছেন ১৩ শিক্ষাবিদ। বাকি ১৭ জন ইসির আমন্ত্রণে সাড়া দেননি।