দ্রব্যমূল্যের উর্ধ্বগ‌তির প্রতিবা‌দে ব‌রিশা‌ল মহিলাদল দক্ষিণের বিক্ষোভ সমা‌বেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগ‌তির প্রতিবা‌দে ব‌রিশা‌ল মহিলাদল দক্ষিণের বিক্ষোভ সমা‌বেশ

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ) মহিলাদল।

সোমবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় নগরীর সদর রোডস্থ বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম এর সঞ্চালনায় এবং জাতীয়তাবাদী মহিলাদল বরিশাল (দক্ষিণ) এর সভানেত্রী, এ্যাড. ফারজানা তীথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু, আহবায়ক আক্তার হোসেন মেবুল, জেলা বিএনপির সদস্য সচিব সাদেকুর রহমান লিংকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, 'গণপ্রজাতন্ত্রীর দেশে মানুষের মুখ বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। মানুষকে জিম্মি করে দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি করেছে। মানুষের কোথাও যাওয়ার পথ নেই। তাই সকল মানুষের কাছে অনুরোধ আপনার জেগে উঠুন লরাই করুন এবং বাঁচুন।'

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধায় সমাবেশ পন্ড হয়।

এদিকে সমাবেশ চলাকালীন সময়ে সদর রোডের অশ্বিনী কুমার টাউনহল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।