বরিশালে গলদা ও বাঁগধা চিংড়ির ৫ লাখ রেনু পোনা বোঝাই একটি ট্রাকসহ ৫ জন শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে নগরীর চৌমাথা এলাকা থেকে ওই ট্রাক আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে পোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
এদিকে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭ দিনে কারাদ- দেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহম্মেদ জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে ৫০ ব্যারেল রেনু পোনাগুলো বোঝাই একটি ট্রাক খুলনা যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রেনুপোনাগুলো আটক করা হয়। পরে আটক ৫ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাদের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে পোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।