নজরুল

নজরুল

কামরুন নাহার মুন্নী

দ্রোহের আগুন জ্বালিয়েছ তুমি
 সাম্যের গান গেয়ে,
শাসকের ত্রাস, নিপীড়ন ফাঁস
যাওনিতো ভয় পেয়ে।
‘মানুষের চেয়ে বড় কিছু নয়’
শুনিয়েছো সেই বাণী,
আমাদের বোধে চেতনার বীজ
তোমার ছোঁয়ায় ঋণী।
অন্যায় দেখে দাঁড়িয়েছো রুখে
পারোনি থাকতে ধীর,
লৌহ কারার কপাট ভাঙতে
ছিলে লক্ষ্যে স্থির।
হিংসার মূলে করেছো আঘাত
বাজিয়েছো রণতূর্য,
অচেতন ঘন অন্ধকারে
ছিলে চেতনার সূর্য।
ক্রোধের আগুনে পুড়িয়ে দিয়েছো
শোষকের কালো হাত,
খড়গ হাতে উৎপীড়কের
করেছো মুণ্ডুপাত।
‘অগ্নিবীণা'য় সুর তুলে তুমি
ঘটালে বিস্ফোরণ,
কলমের ঘায়ে সংস্কার মূল
করেছো উৎপাটন।
বঞ্চিত প্রাণ, নিপীড়িত জন
পেয়েছিল খুঁজে আশা,
বাঁকা বাঁশরিতে সুর তুলে তুমি
ছড়িয়েছো ভালোবাসা।
সত্যের পথে ছিলে অবিচল
গণ মানুষের কবি,
বাঙালি মানসে আছো জাগ্রত
চির অম্লান ছবি।
মধ্যবেলায় ঘনিয়ে এসেছে
অস্তাচলের রেখা,
ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছো
হলোনা তো কিছু দেখা!
বলা হলো না, আর কোন কথা
গাইলে না কোন গান!
কবিতা, গল্প, গদ্য,পদ্য
সকলের প্রস্হান!
তবুও যা কিছু রেখে গেছো তুমি
সৃষ্টির সম্ভার,
বাঙালির চির সম্পদ সে যে
চেতনা অহংকার।
চেতনার পথে জ্বালিয়ে প্রদীপ
হৃদয়ের মোহনায়,
বুলবুল কবি তোমাকেই স্মরি
বিনম্র শ্রদ্ধায়!