নতুন করারোপ ছাড়াই চরফ্যাশন পৌরসভায় বাজেট

নতুনভাবে কোন করারোপ ছাড়াই ভোলার জেলার চরফ্যাশন পৌরসভায় ৭৭ কোটি ১৪ লাখ ৯ হাজার ৯৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২টায় পৌর ভবনের হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৪২ লাখ ২ হাজার ৮৮ টাকা। আগামি অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ৯৫ হাজার। উদ্ধৃত ধরা হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা।
বাজেট বক্তৃতায় পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, আমরা ২০২২-২০২৩ অর্থবছরে একটি উন্নয়ন ও জনবান্ধব বাজেট। মহামারি করোনা পরিস্হিতির মধ্যেও পৌরসভার অভ্যন্তরীন আয়ের চাকা সচল রেখে অর্থনীতি স্বাভাবিক রেখেছি।শহরের পয়ঃনিস্কাসন ও জলাবদ্ধতা নিরসনে পৌরএলাকার পরিত্যক্ত খালের সংস্কার করেছি।
এ সময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র মোজাহিদুল হক তানভীর, আবদুল মতিন মোল্লা, পারভীন বেগম, আকতারুল আরম সামু, কাউন্সিলর মিজানুর রহমান মন্জু, পৌরসভার নির্বাহি প্রকৌশলি শামীম হাসান, পৌর নির্বাহি কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল।