নতুন নিয়ম ও শর্ত ওমরাহ কর্তৃপক্ষের

নতুন নিয়ম ও শর্ত ওমরাহ কর্তৃপক্ষের

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথম ওমরাহ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ৪ ধাপে পুরোপুরি ওমরাহ কার্যক্রম বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা ওমরাহ শুরু করতে যাচ্ছে। কিন্তু ওমরাহ শুরু না হতেই আবারও নতুন কিছু শর্ত ও নিয়ম প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষ। হারামাইন ডটইনফো তথ্যগুলো তুলে ধরেছেন।


নতুন শর্ত ও নিয়মগুলো হলো-

> সব বয়সের নারী-পুরুষ ওমরাহ পালন করতে পারবে না। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের ওমরাহ করতে দেয়া হবে।

> ওমরাহ আবেদনের পর মসজিদে হারামে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তিকেই মসজিদে হারামে প্রবেশ করতে দেয়া হবে না।

> বিনামূল্যে ওমরাহ পারমিট জারি করা হবে।


ভোরের আলো/ভিঅ/২৮/২০২০