নদী ব্যবস্থাপনা সঠিকভাবে না করলে ঝুঁকিতে পড়বে দেশ

নদী ব্যবস্থাপনাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী সরকারগুলো নদী ও নৌপথ রক্ষাকে গুরুত্ব না দিয়ে সড়কপথের উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। ফলে দেশের নদীপথগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করছে। যা একদিকে নদীর নাব্যতা ফিরিয়ে আনবে, অন্যদিকে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক হবে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নৌসহ যোগাযোগ খাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কথা উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী নদী খননের বিষয়টি ধারণ করেন বলেই নির্বাচনী ইশতেহারে সেটি উল্লেখ করা হয়েছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। নদী খননের জন্য হোপার ড্রেজারসহ আধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে। নৌপথের নাব্যতা বজায় রাখতে সারা বছর বড় ধরনের ও সংরক্ষণ (ক্যাপিটাল ও মেইন্টেন্যান্স) ড্রেজিং করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতির কারণে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে সাহসী করে তুলেছেন। স্বপ্নচারিণী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাচ্ছেন না; তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান । এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক, প্রকৌশলী লুৎফর রহমান।
আলোচনায় অংশ নেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নির্বাহী সদস্য প্রকৌশলী লুৎফর রহমান, নদী গবেষক ও উন্নয়ন ধারা ট্রাস্ট সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, এসসিআরএফ সহ-সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়ন সভাপতি আবুল হোসেন।
ভোরের আলো/ভিঅ/০৮/২০২০