নববর্ষে শিশুদের জন্য হাসিমুখ পরিবারের নানা আয়োজন

নববর্ষে শিশুদের জন্য হাসিমুখ পরিবারের নানা আয়োজন

নববর্ষে শিশুদের জন্য হাসিমুখ পরিবারের নানা আয়োজনে পালন করে ও শিশুদের জন্য  ইফতার বিতরণ। 

" আজকের শিশু আগামীর ভবিষ্যৎ " এ স্লোগান নিয়ে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের হাসিমুখ পরিবার এবার নববর্ষ উদযাপন করেছে। 

১৪ এপ্রিল বৃহস্পতিবার নববর্ষের দিনে শিশুদের জন্য বৈশাখী উপহার হিসেবে চকলেট সহ ১১ ধরনের খেলনা শিশুদের মাঝে বিতরণ করা হয়। 

নববর্ষের দিনে শিশুদের  আনন্দের জন্য গান-কবিতাসহ সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা এবং রমজানের জন্য ইফতারের খাবার পরিবেশনের আয়োজন করেছে হাসিমুখ পরিবার। অনুষ্ঠান শেষে  শিশুদের সুস্থ বিকাশ নিয়ে ওদের অভিভাবকদের নানা রকমের পরামর্শ দেন হাসিমুখ পরিবারের সদস্যরা। 

পাশাপাশি একই দিনে নগরীর খেটে খাওয়া শ্রমজীবী রোজাদার মানুষদের জন্যও ইফতার পরিবেশন করে ব্যবস্হা করে হাসিমুখ পরিবার যা রমজান মাসে এ কার্যক্রম চলমান। 

হাসিমুখ পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি কমল ঘোষ বলেন নববর্ষ ও রমজানে সম্প্রীতির বার্তা নিয়েই  সুবিধাবঞ্চিত  শিশুদের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করেছে হাসিমুখ পরিবার তিনি আরও বলেন দুই কার্যক্রম পরিচালনা করতে সমাজের হৃদয়বান ব্যক্তি আমাদের সহযোগিতা করেছেন এমন সহযোগীতা পেলে আগামীতেও আমাদের সামাজিক নানা কার্যক্রম অব্যাহত থাকবে।